Site icon Jamuna Television

ভারতে এক দিনে রেকর্ড ৮৩ হাজার ৮৮৩ করোনা রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৩ হাজার ৮৮৩ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জনে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ হাজার ৩৭৬ জনে।

সারা দেশে এখনও ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন করোনা রোগী রয়েছেন এবং ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত মোট ৪ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৩৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে বুধবারেই ১১ লাখ ৭২ হাজার ১৭৯ জনের পরীক্ষা করা হয়।

কেন্দ্রীয় সরকার নমুনা পরীক্ষার প্রচেষ্টা জোরদার করায় ভারতে প্রতিদিন কোভিড-১৯ শনাক্তের সংখ্যা বাড়ছে। সেখানে এক দিনে ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা টানা পঞ্চম দিন অতিক্রম করেছে।

Exit mobile version