Site icon Jamuna Television

বিজেপির প্রতি পক্ষপাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে: কংগ্রেসকে ফেসবুক

ভারতে বিজেপির প্রতি ফেসবুকের আঞ্চলিক কর্মকর্তাদের পক্ষপাতমূলক নীতি নিয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের অভিযোগ খতিয়ে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

ফেসবুকের পাবলিক পলিসি’র পক্ষ থেকে নেইল পটস এক মেইলে কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে জানিয়েছেন যে-‘ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তোলা উদ্বেগ ও সুপারিশ গুরুত্ব সহকারে বিবেচনা করছি।’

কংগ্রেসকে দেওয়া ফেসবুকের জবাবে নেইল পটস বলেন, ‘পক্ষপাত-দুষ্ট এই অভিযোগ আমরা থুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখব। স্পষ্ট করতে চাই যে আমরা সব ধরনের ঘৃণা ও বিদ্বেষের বিরোধী। আপনি ও আপনার দলের অন্যান্যদের সঙ্গে শেষ আলোচনায় আমরা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, নীতি জানিয়েছিলাম। মহামারীর সময়ও আমাদের নীতির কথা তুলে ধরা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে ধর্ম, জাতি, জাতীয়তাবাদ সহ একাধিক বিষয়ের উপর কোনও জনপ্রতিনিধি বা পাবলিক ফিগারের মন্তব্য ফেসবুক অনুমোদন করে না। কোনও বিদ্বেষমূলক মন্তব্য থাকলে তা আমরা বাতিল করি। এক্ষেত্রে ব্যক্তির প্রভাব বিবেচ্য নয়।’

উল্লেখ্য, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্টে বাণিজ্যিক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এগজিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে ‘হেট স্পিচ রুলস’ প্রয়োগ করেনি বলে অভিযোগ তোলা হয়। প্রতিবেদনে জানা যায়, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আঁখি দাস ব্যবসায়ীক কারণে বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মীদের নিষেধ করেছেন।

Exit mobile version