Site icon Jamuna Television

লেবাননে বিস্ফোরণ: ৩১ দিন পর ধ্বংসস্তুপে জীবনের সন্ধান!

লেবাননে বন্দর বিস্ফোরণের ৩১ দিন পর ধ্বংসস্তুপে জীবনের সন্ধান পেলো চিলির উদ্ধারকারী দল। জীবিত মানুষের সন্ধানে চলছে জোরালো তল্লাশি।

দলটির একাধিক সদস্যের দাবি, স্ক্যানিং মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস এবং হৃদস্পন্দন শনাক্ত করেছেন তারা। প্রাথমিকভাবে একজন শিশু জীবিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া একটি মরদেহ থাকারও সম্ভাবনা রয়েছে।

এর আগে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বন্দর এলাকার ধ্বংসস্তুপে পরিণত হওয়া বাড়িটিতে মানুষের সন্ধান পাওয়ার ইঙ্গিত দেয়। উদ্ধারকারী দলের প্রত্যাশা- কাউকে জীবিত পাওয়া গেলে এটা হবে অলৌকিক ঘটনা। এছাড়া, নতুনভাবে বন্দর এলাকায় মিলেছে আরও ৪ টন অ্যামোনিয়াম নাইট্রেট।

৬ আগস্ট বৈরুত বন্দরে মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ যায় কমপক্ষে দু’শো মানুষের, আহত ৬ হাজারের বেশি।

Exit mobile version