Site icon Jamuna Television

শেষ মুহূর্তের নাটকীয় গোলে ড্র করলো স্পেন

উয়েফা নেশন্স কাপ ফুটবলে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জার্মানির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে স্পেন। দু’দলের লড়াই নিষ্পত্তি হয়েছে ১-১ গোলে। গ্রুপের অপর ম্যাচে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইউক্রেন।

প্রথম আসরে জয়হীন জার্মানি এবারও শুরু করলো ড্র দিয়ে। অথচ ঘরের মাঠ মার্সিডিঞ্জ-বেঞ্চ অ্যারেনায় টিমো ভারনারের গোলে শুরুতে লিড নেয় জোয়াকিম লো শিষ্যরা। ম্যাচের ৫১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান চেলসিতে যোগ দেয়া এই তারকা।

গোল হজমের পর দ্রুতই সমতায় ফেরার সুযোগ ছিলো স্পেনের। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় রদ্রিগো ও থিয়াগো আলকান্তারার নেয়া দুটি শট। ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি ফরোয়ার্ড আনুস ফাতির গোল বাতিল হয় সার্জিও রামোস ফাউল করলে। এরপরই সেই নাটকীয় মুহূর্ত। হোসে গায়ার গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Exit mobile version