Site icon Jamuna Television

প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

তিন ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। রোজবোল স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটের প্রত্যাশা করছে দুই দলই।

এই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক ফেভারিটের তকমা দিয়েছে অস্ট্রেলিয়াকে। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে জনি বেয়ারস্টোর সাথে মেকশিফট ওপেনার হিসেবে ইনিংস শুরু করবেন জশ বাটলার। কারণ ইনজুরিতে দলে নেই নিয়মিত ওপেনার জেসন রয়। একাদশে তিন নম্বর জায়গার দাবিদার দুজন, টম ব্যানটন ও দাউয়িদ মালান।

অস্ট্রেলিয়া একাদশে লম্বা বিরতির পর ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল। টপ অর্ডারে থাকেছে তিন ত্রয়ি অ্যার ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বোলিংয়ে অজিদের নেতৃত্বে স্টার্ক, কামিন্সের মত পেসারদের পাশাপাশি থাকছেন দুই স্পিনার অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অ্যাগার।

Exit mobile version