Site icon Jamuna Television

মিরপুরে ট্রেনারের করোনা পজেটিভ হওয়ায় বন্ধ ক্রিকেটারদের অনুশীলন

BENQ

করোনার থাবা মিরপুরের হোম অব ক্রিকেটে। একজন ট্রেনার করোনা পজেটিভ হওয়ায় হঠাৎ তিন দিনের জন্য বন্ধ হয়ে গেছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সমস্যা ধরা পড়ায় এই বিরতি চলছে বলে জানিয়েছে বিসিবি।

মাসখানেক সময় ধরে মিরপুরে ব্যক্তিগত অনুশীলন করছিলেন ক্রিকেটাররা। তবে সেই অনুশীলনে অংশ নেয়া বেশ কয়েকজন সাপোর্ট স্টাফের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ায় এবং একজনের শরীরে করোনার উপস্থিতি ধরা পরায় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন বন্ধ হয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, কোনো ধরণের সমস্যা চিহ্নিত হলে একটা বিরতি দিতে হবে; এটা আমাদের মেডিকেল পরিকল্পনার অংশ ছিল। তাই কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন। বিসিবির বিশ্বাস মূল দলের অনুশীলনে এটি কোনো প্রভাব ফেলবে না।

Exit mobile version