Site icon Jamuna Television

ফারইস্ট ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান খালেক, পরিচালক রুবাইয়াতকে জরিমানা

নিষিদ্ধ সময়ে বিনা ঘোষণায় শেয়ার বিক্রি করার দায়ে আর্থিক প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান এম এ খালেক এবং পরিচালক রুবাইয়াত খালেদকে ১৫ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে। জরিমানা না দেওয়া পর্যন্ত তাদের উভয়ের বিও হিসাবে কোনো শেয়ার কেনাবেচা করা যাবে না।

বৃহস্পতিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞার সময়ে, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সাবেক চেয়ারম্যান এম এ খালেক তার ৩২ লাখ ৮১ হাজার ২৬৬টি শেয়ার বিক্রি করেন। এদিকে কমিশন সভায় অডিটর প্রতিষ্ঠান আতিক খালেদ চৌধুরীকে আগামী তিন বছরের জন্য যে কোনো তালিকাভুক্ত কোম্পানির অডিটর হিসেবে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

প্রতিষ্ঠানটি আরএন স্পিনিংয়ের অডিটর হিসেবে দায়িত্ব পালনের সময় আইনি বিধান লঙ্ঘন করেছে। বড় অঙ্কের নগদ অর্থ লেনদেনের বিষয় পর্যবেক্ষণে উল্লেখ করেনি।

Exit mobile version