Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও ঝগড়ার জের ধরে হামলায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহত যুবক নুর আলম (২৫) শুক্রবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন)-১৬’র কমান্ডিং অফিসার মো. হেমায়েতুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বিকালে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা শরণার্থী কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে রাত ৯টার দিকে মো. হোসেন (৩৫), মো. জমির (২২) ও মো. রুবেল (২৫) সহ জান্নাতের পক্ষের আরও ৭/৮ জন রোহিঙ্গা শরণার্থী কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়।

তিনি বলেন, সে সময় হামলায় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় টেকনাফ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version