Site icon Jamuna Television

বিশ্বাসঘাতকতা করেছেন বার্সা সভাপতি: মেসি

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ আনলেন ছয় বারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি। সম্প্রতি গোল ডট কমের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন এলএম টেন।

গোল ডট কমকে মেসি জানান- বার্তোমেউ কথা দিয়ে কথা রাখেন নি।

মেসি জানান- আমি বিশ্বাস করি এটিই ক্লাব ছেড়ে যাবার সেরা সময়। ক্লাবের নতুন ও তরুণ খেলোয়াড় দরকার। আমি বার্সায় আমার সময় শেষ। যদিও আমি সবসময়ই এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতে চেয়েছি।

তবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারার সাথে তার বার্সা ছাড়ার কোন যোগসূত্র নেই বলেও জানান মেসি। তিনি বলেন, আমি অনেক আগে থেকেই এটা ভাবছিলাম।

মেসি বলেন, বার্তোমেউকে ক্লাব ছাড়ার কথা জানালে বার্তোমেউ তাকে মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। কিন্তু মৌসুমের শেষে তার সিন্ধান্ত পাল্টালেন বার্তোমেউ।

তবে আমি ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতে চাইনি বলে আর কোন ঝামেলা করতে চাইনা।

Exit mobile version