Site icon Jamuna Television

মসজিদে বিস্ফোরণের ঘটনায় এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় জুয়েল নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৩৯ মুসুল্লি।

শুক্রবার রাতে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের সময় মসজিদের এসিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন মুসল্লিরা। হুড়োহুড়ি করে বের হতে গিয়েও দগ্ধ হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

একে একে ৩৭ জনকে অ্যাম্বুলেন্সে করে শেখ হাসিনা বার্ন এন্ড সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার পর মসজিদের সামনে গ্যাসের লাইন থেকে গ্যাসের বুদবুদ বের হচ্ছে।

Exit mobile version