Site icon Jamuna Television

মেডিকেল কলেজের ৬ তলা থেকে পড়ে নারী টেকনোলজিস্টের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
গোপালগঞ্জ মেডিকেল কলেজের ৬ তলা থেকে পড়ে গিয়ে সুম্মিতা মজুমদার ইভা (২৬) নামে এক নারী মেডিকেল টেকনোলজিস্টের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলা ভবন থেকে তিনি পড়ে যান।

ইভা গোপালগঞ্জ শহরের জনতা রোডের জগদীশ মজুমদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের ৬ তলায় পিসিআর ল্যাব টেকনোলজস্টিদের প্রশিক্ষণ কর্মশালা চলছিলো। বায়োটেক সার্ভিসের পিসিআর ইঞ্জিনিয়ার মহিবুল হাসান ভবনের বারান্দায় ৬ প্রশিক্ষণার্থীর সাথে কথা বলছিলেন ইভা। এ সময় হঠাৎ করে ইভা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার।

খবর পেয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

Exit mobile version