Site icon Jamuna Television

ঝিনাইদহে সবধরনের সুযোগ সুবিধা বঞ্চিত করোনার নমুনা সংগ্রহকারী স্বেচ্ছাসেবকরা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জীবনের ঝুঁকি নিয়ে করোনার নমুনা সংগ্রহের কাজ করেও সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কর্মরত ৯ জন স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্ট। এমনকি দেওয়া হয় না কোনো সম্মানী বা ভাতাও।

স্বাস্থ্যবিভাগ তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করালেও নেননি নিয়োগ দেওয়ার কোনো ব্যবস্থা। এতে ক্ষুব্ধ স্বেচ্ছাসেবকরা।

স্বেচ্ছাসেবকরা জানান, করোনা শুরুর পর থেকে জেলার সদর, শৈলকুপায়, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ৯ জন মেডিকেল টেকনোলজিস্ট। ইতিমধ্যে তাদের কয়েকজন করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ফের দায়িত্ব পালন করছেন। তবে কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না তারা।

দেশের অন্যান্য স্থানে মেডিকেল টেকনোলজিস্ট স্বেচ্ছাসেবীদের সরকার থেকে নিয়োগ দেওয়া হলেও ঝিনাইদহে নিয়োগ না দেওয়ায় হতাশ তারা। এমন পরিস্থিতিতে দ্রুত তাদের নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও উদ্যোগ নিলে এসব স্বেচ্ছাসেবকদের ব্যাপারে পরামর্শ করা হবে।

Exit mobile version