Site icon Jamuna Television

বাসচাপায় আহত আফরোজার ডান পায়ের অপারেশন কাল দুপুরে

পরমাণু শক্তি কমিশনের টেকনিক্যাল অফিসার আফরোজা পারভীনের ডান পায়ের অপারেশন কাল দুপুরে। এ তথ্য জানিয়েছেন তার ছেলে আল আমিন।

তিনি জানান, চিকিৎসকরা বলেছেন ডান হাতের ক্ষত ভাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ডান পায়ের ক্ষত অংশটুকু কেটে ফেলে দিতে হবে।

আল আমিন জানান, গতকাল, বনানী থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়। তবে এখন পর্যন্ত ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে বনানী ১১ নম্বর সড়কে নরসিংদীগামী পিপি পরিবহনের একটি বাস চাপা দেয় তাকে। যে বাস থেকে তিনি নামেন, রাস্তা পারাপারের সময় সেই গাড়ির চাকার নিচে থেতলে যায় তার শরীর। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও, অবস্থার অবনতি হলে, পরে নেয়া হয় জাতীয় অর্থপেডিক হাসপাতালে। গতকালই বাসটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক।

Exit mobile version