Site icon Jamuna Television

মুয়াজ্জিন বাবার কাছে বেড়াতে এসে একসাথে লাশ হলেন

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মুয়াজ্জিন বাবার কাছে বেড়াতে এসে একসাথে লাশ হলেন ছেলেও।

মুয়াজ্জিনের নাম দেলোয়ার হোসেন (৪৫)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি মসজিদের মেসেই থাকতেন। তার ছেলে জুনায়েদও এই বিস্ফোরণে মারা গেছেন। ছেলে জুনায়েদ শুক্রবারে বাবার কাছে বেড়াতে এসেছিলেন। জুনায়েদ নারায়ণগঞ্জের একটি আলিয়া মাদ্রাসায় পড়তো।

জানা যায়, কাল রাতে একসাথে এশার নামাজ আদায় করছিল বাবা ছেলে। বিস্ফোরণের পর সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিলো দেলোয়ার হোসেনের। শনিবার সকালে মারা যান তিনি। আর দুপুরে মারা গেছেন ছেলে জুনায়েদ (২৮)।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছিলো তাদের মধ্যে শিশু-মুয়াজ্জিনসহ ১৬ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটি সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

ইউএইচ/

Exit mobile version