Site icon Jamuna Television

ভারত থেকে আসা ১১টি পিস্তল গুলিসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, যশোর:

বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে আনার সময় ১১টি পিস্তল, ৫০ রাউন্ড গুলি, ২২টি ম্যাগজিন ও ১৪ কেজি গাঁজাসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার রাত তিনটার সময় ২নং ঘিবা গ্রামের একটি মাদ্রাসার পাশের পাকা রাস্তার উপর থেকে এসব উদ্ধার করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সরবাঙ্গহুদার সহিদ বিশ্বাস এর ছেলে আনারুল (৩৪), সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০)। তাদের স্বীকারোক্তিতে পরে আটক করা হয় সাজজুলকে। সাজজুলের বাড়ি ঘিবা। সে ওই গ্রামের এজুবার মিয়ার পুত্র।

যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল সেলিম রেজা জানান, চোরাকারবারিরা ভারত থেকে গভীর রাতে অস্ত্রগুলি, ম্যাগজিন ও গাঁজা নিয়ে আসার সময় বিজিবি তাদের ধাওয়া করে ২ জন চোরাচালানিকে
আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১১টি ভারতীয় পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version