Site icon Jamuna Television

১৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

নারায়ণগঞ্জে পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহতদের মধ্যে এ পর্যন্ত ১৩ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত একে একে লাশ এলাকায় আসতে শুরু করে নারায়ণগঞ্জে। অ্যাম্বুলেন্সে করে আনা লাশগুলোগুলো পর্যায়ক্রমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তাদের মধ্যে দুইজন কলেজ শিক্ষার্থী দুই ভাইও রয়েছেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের স্বজনরা। পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে লাশ দাফনের কাজও শুরু হয়েছে।

এখন পর্যন্ত ৭ জনের লাশ দাফন করা হয়েছে এবং অপর লাশগুলো দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। জানাজা ও দাফনে স্বজনরা ছাড়াও শত শত এলাকাবাসী অংশ নেন। পরে নিহতদের আত্মার মাগফেরাত ও দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Exit mobile version