Site icon Jamuna Television

আরও চার দেশে ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করতে যাচ্ছে চীন

আরও চারটি দেশে করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করতে যাচ্ছে চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ ও সিনোভ্যাক। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে প্রতিষ্ঠান দু’টি।

জানায়, টিকার হিউম্যান ট্রায়ালের অনুমোদন দিয়েছে পাকিস্তান ও সার্বিয়া। এছাড়া ব্রাজিল ও ইন্দোনেশিয়াতেও পরীক্ষা শুরু করবে চীনা বায়োটেক প্রতিষ্ঠান দু’টি। মোট ১০টি দেশের ৫০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর টিকা প্রয়োগের পরিকল্পনা তাদের।

এরই মধ্যে ট্রায়াল শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পেরু, মরক্কো, আর্জেন্টিনা ও জর্দানে। নিশ্চিত ফল পেতে ভিন্ন আবহাওয়া, জাতি ও বয়সের মানুষের ওপর পরীক্ষা চালাতে চায় প্রতিষ্ঠান দু’টি।

Exit mobile version