Site icon Jamuna Television

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব উত্থাপন

বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে জাতীয় সংসদে। অধিবেশন শুরুর পর রীতি অনুযায়ি শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। গত ১৩ জুলাই রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা।

একজন সফল উদ্যোক্তা, লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী, দূরদর্শী বিনিয়োগকারী, আপসহীন দৃঢ়চিত্তের অধিকারী ছিলেন নুরুল ইসলাম। সবকিছুর আগে তিনি বিবেচনা করতেন বাংলাদেশ। মুক্তিযোদ্ধা হিসেবে সব সময় ছিলেন আপোসহীন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনে যে কয়েকজন বীর সন্তান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন, তাদের অন্যতম নূরুল ইসলাম।

চিন্তা-ভাবনায় ছিলো মানুষের বৃহত্তর কল্যাণ। মননে মুক্তিযুদ্ধের চেতনা। সব সময় সাদাকে সাদা আর কালোকে কালো কালো বলার সাহস ছিল যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার।

Exit mobile version