Site icon Jamuna Television

ইউএনও’র ওপর হামলা: জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন জন আটক

আহত ইউএনও ওয়াহিদা খানম।

ঘোড়াঘাট ইউএনও’র ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন জনকে আটক করা হয়েছে। গতরাতে তাদের আটকের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃতরা হলেন, প্রধান আসামি আসাদুলের বড় ভাই আশরাফুল, অপর আসামি সান্টুর আত্মীয় ইউএনও অফিসের কর্মচারী শ্যামল কুমার এবং অপরজন ইউএনও অফিসের মালি সুলতান কবির। তাদেরকে ঘোড়াঘাট থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, আসাদুলকে আদালতে তোলার কথা রয়েছে আজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসাদুল চুরির জন্য ইউএনও’র বাড়িতে ঢোকার স্বীকারোক্তি দিয়েছিলো। তবে র‍্যাব জানিয়েছিল, এখনও আলোচিত ঘটনাটি নিয়ে স্পষ্ট কিছু বলার সময় হয়নি।

Exit mobile version