Site icon Jamuna Television

মসজিদে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে অজ্ঞাতরা আসামি

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানার এসআই কবির হোসেন বাদি হয়ে এ মামলাটি করেছেন। এতে সরকারের বিভিন্ন সংস্থা, মসজিদ কমিটি এবং ভবন নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

তদন্তে যাদের বিরুদ্ধে গাফিলতি মিলবে তারাই আসামি হবেন বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। তারা জানিয়েছে, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত মেলেনি। গ্যাস-বিদ্যুত ত্রুটিসহ মোট তিনটি কারণ সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

এদিকে, নিহতদের মধ্যে ২০ জনের দাফন সম্পন্ন হয়েছে গতরাতে। তাদের মধ্যে ১৪ জনকে নারায়ণগঞ্জে এবং ৬ জনকে কুমিল্লাসহ কয়েকটি জেলায় সমাহিত করা হয়েছে। তল্লা এলাকায় বাড়িতে-বাড়িতে চলছে শোকের মাতম।

Exit mobile version