Site icon Jamuna Television

ইউএনও হত্যাচেষ্টা মামলায় আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের উপর দুস্কৃতিকারীদের নির্মম ও বর্বরোচিত হামলা মামলায় গ্রেফতার আসামিসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঘোড়াঘাট উপজেলা হলরুমে ঘোড়াঘাট উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসার এখলাছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী কর্মকর্তা নুরনবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সাত্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন।

সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি বাসভবনে ইউএনও এবং তার বাবার ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা নির্মম ও বর্বরোচিত। তাই গ্রেফতার আসামিসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া একইসাথে উপজেলা পরিষদের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা।

Exit mobile version