Site icon Jamuna Television

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত সাদেক সরকারের ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত হরযত আলী ডায়াবেটিসের থাকার কারণে প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাঁটাহাটি করেন। আজ সকালে রতনপুর ট্রেনের রাস্তা দিয়ে হাটাহাটি করেছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে সে।

খবর পেয়ে এলাকাবাসী ও স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন করে।

মৌচাক রেলস্টেশন কর্মকর্তা রশিদ হোসেন জানান, সংবাদ পাওয়ার আগেই মৃতদেহটি তার পরিবারের লোকজন নিয়ে যায়।

Exit mobile version