Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর

এবার করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। আজ রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান অর্জুন নিজেই।

তিনি আরও জানান, শরীরে করোনার কোনওরকম উপসর্গ নেই। হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান।

ইনস্টাগ্রামে অর্জুন লেখেন, ‘এটা আমার কর্তব্য আপনাদের সকলকে জানানো যে আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। যদিও আমি সুস্থ রয়েছি এবং কোনও উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি এবং চিকিত্সকদের পরামর্শ মেনে চলছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সব কথা মানছি। আপনাদের সকলে আগাম ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সমর্থনের জন্য এবং আমি নিজের স্বাস্থ্য সম্পর্কে আগামী কয়েকদিনে ফের আপটেড দেব। এটা একটা অভূতপূর্ব কঠিন সময় তবে আমার বিশ্বাস রয়েছে মানবতার উপর যে আমরা এই লড়াইয়ে জয়ী হবই’।

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য রায়।

Exit mobile version