Site icon Jamuna Television

নোয়াখালীর সেনবাগে আগুনে পুড়ে ১৬ দোকান ছাই, আহত ১৩

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ১৬টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৩ জন। ঘটনাস্থল পরিদর্শন করেছে উপজেলা ও থানা প্রশাসন।

স্থানীয় ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ রহিম জানান, জোহরের নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বের হয়ে বাজারের জনতা লন্ড্রির ভেতর থেকে আগুন ধোঁয়া বের হতে দেখেন। এসময় বাজারের দোকানগুলো বন্ধ ছিলো। কিছু বুঝে উঠার আগে দোকানটিতে আগুন ধরে যায়।

এসময় তিনি চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু আগুন মুহূর্তের মধ্যে পাশের মদিনা ফার্মেসি, আল্লারদান ফল, আবুল খায়ের জেনারেল, আল আমিন ফার্মেসি, আমির স্টোর, জহির টেলিকম, আল্লাহ ভরসা স্টোর, খাজা বেকারি, মদিনা ইলেক্ট্রিক, বিজয় ফার্মেসি ও হোসেন স্টোরসহ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকান ও দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল এবং নগদ টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী, চাটখিল ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

Exit mobile version