Site icon Jamuna Television

বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ ক্লেডন

ম্যাচ চলাকালীন বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটার ও কাউন্টি ক্লাব সাসেক্স তারকা মিচ ক্লেডন। গত মাসে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে এই কাণ্ড করে বসেন ৩৭ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার।

করোনাকালে বলকে জীবাণুমুক্ত করতে স্টেডিয়ামের আশেপাশে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। ম্যাচের সময় বলকে উজ্জ্বল করতে তাই ব্যবহার করে বসেন ক্লেডন। ম্যাচটিতে অবশ্য ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন কোনো ম্যাচ খেলেতে পারবেন না ক্লেডন।

ক্লেডন দীর্ঘ দিন ধরে খেলছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ, ১১০টি লিস্ট-এ এবং ১৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩১০টি প্রথম শ্রেণির উইকেট রয়েছে তার ঝুলিতে।

ইউএইচ/

Exit mobile version