Site icon Jamuna Television

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ইংল্যান্ডের

জশ বাটলারের ব্যাটিং নৈপুন্যে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২য় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার করা ৭ উইকেটে ১৫৭ রান ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ পেসারদের তোপের মুখে পড়ে অজিরা। ৩ রানের মধ্যে ওয়ার্নার-ক্যারিকে ফেরান আর্চার-উডসরা। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৪০ রান পথ দেখায় সফররতদের। শেষ দিকে স্টোনিসের ৩৫ আর ম্যাক্সওয়েলের ২৬ রানে ৭ উইকেটে ১৫৭ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

জবাবে ব্যাট করতে নামা ইংলিশরা ১৯ রানে হারায় বেয়ারস্টোকে। তবে বাটলারের অপরাজিত ৭৭ রানে সহজ জয়ের পথেই থাকে ইংল্যান্ড। সাথে দাউইদ মালানের ৪২ রান আর শেষ দিকে মঈন আলীর ঝড়ো ১৩ রানে ৭ বল বাকী থাকতে ম্যাচ ও সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।

Exit mobile version