Site icon Jamuna Television

যুক্তরাজ্যের বার্মিংহামে অজ্ঞাত অস্ত্রধারীর ছুরিকাঘাতে নিহত ১

যুক্তরাজ্যের বার্মিংহামে অজ্ঞাত অস্ত্রধারীর ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। ঐ হামলায় আরও ৭ জন গুরুতর আহত।

গণমাধ্যম বলছে, স্থানীয় সময় শনিবার রাতে কনস্টিটিউশন হলে চালানো হয় হামলা। পরে, ফাঁকা রাস্তায় বেরিয়ে আততায়ী প্রায় দু’ঘণ্টা এলোপাতাড়ি বিভিন্ন মানুষকে ছুরিকাঘাত করেন। সেখানেই প্রাণ হারান একজন। আহতদের দু’জনের অবস্থা সংকটাপন্ন।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, এ ছুরিকাঘাত সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত নয়। গ্যাং-সংক্রান্ত অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই হামলাটি। অস্ত্রধারীকে গ্রেফতারে চিরুনি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

Exit mobile version