Site icon Jamuna Television

যমুনা টিভিতে সংবাদ প্রচার: পরিচয়পত্র জালিয়াতি চক্রের তিন সদস্য আটক

কুষ্টিয়ায় জাতীয় পরিচয়পত্র জালিয়াতি করে জমি রেজিস্ট্রেশনের ঘটনায় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাকিদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগীর করা মামলায় প্রতারক চক্রটিকে ধরতে এ অভিযান চালানো হচ্ছে।

এর আগে যমুনা টেলিভিশনের ‘৩৬০ ডিগ্রী’র অনুসন্ধানে নির্বাচন কমিশনের সার্ভার থেকে জাতীয় পরিচয়পত্র বের করে প্রতারণার বিষয়টি উঠে আসে। এরপরই প্রতারক চক্রটিকে ধরতে অভিযানে নামে মডেল থানা পুলিশ।

Exit mobile version