Site icon Jamuna Television

‘করোনা নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই, ভারতের ধাক্কা দেশেও লাগতে পারে’

ওবায়দুল কাদের, ফাইল ছবি

দেশজুড়ে করোনার সংক্রমণ কমে এসেছে- এ কথা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছেনা। এর মাঝে গতকাল গবেষকরা জানিয়েছেন বাংলাদেশে ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে। বিশ্বে রূপান্তরের হার প্রায় সাত শতাংশ হলেও বাংলাদেশে এ হার প্রায় ১৩%। তাই দেশবাসীকে অবহেলা না করতে অনুরোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংক্রমণের বর্তমান পর্যায়ে নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা যাবে না। যেকোনো সময়ে সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী।

সকলকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ৯০ হাজার রোগী গত ২৪ ঘণ্টায় চিহ্নিত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা আর্জেন্টিনাতে গিয়েও ঠেকেছে। আমাদের দেশেও এর ধাক্কা লাগতে পারে। তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Exit mobile version