Site icon Jamuna Television

সিনহা নিহতের ঘটনায় পুলিশের কার্যক্রম ম্লান হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। ফাইল ছবি

জননিরাপত্তায় পুলিশ যে কাজ করেছে, তাতে সিনহা নিহতের ঘটনায় তাদের কার্যক্রম ম্লান হবে না বলে জানিয়েছেন মেজর (অব) সিনহা রাশেদ নিহদের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান।

সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জর (অব) সিনহা রাশেদ নিহতের ঘটনায় ১৩টি সুপারিশ করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেন কমিটির সদস্যরা।

এরপর ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমান জানান, সিনহা নিহতের ঘটনায় ৬৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানান, সব দিক পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার চেষ্টা করে সুপারিশমালা তৈরি করা হয়েছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিনহা নিহতের ঘটনা দুঃখজনক। দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এসময় তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তাবায়ন করা হবে বলেও জানান মন্ত্রী।

Exit mobile version