Site icon Jamuna Television

রাজবাড়ীতে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে বংকুর গ্রামের কানাবিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান।

তিনি জানান, স্থানীয় মৎস্য শিকারিদের মাধ্যমে জানতে পেরে বংকুর কানাবিলা নামক একটি বিলের মাঝ খান থেকে আবর্জনায় ঢাকা অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২০-২৫ হতে পারে। স্থানীয়দের মাধ্যমেও লাশটি সনাক্ত করা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version