Site icon Jamuna Television

মরদেহ হঠাৎ উঠে জানালো- মরেনি সে

মরদেহ-ই ভেবেছিল সবাই, খবর দেয়া হয় পুলিশকেও। হঠাৎ ওই ব্যক্তি উঠে জানালো- সে মরেনি, বেঁচে আছে।

সোমবার সকালে রাজশাহীর শালবাগান এলাকায় সকালে এমন ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তির নাম মিঠুন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় চুরির অভিযোগ আছে। গতরাতেও এক নির্মাণাধীন বাড়িতে ব্যাটারি চুরি করে সে। কিন্তু বিপত্তি তৈরি হয় পালানোর সময়। দেয়াল টপকে নামতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেনি। পা পিছলে পড়ে যায় খালের পানির ধারে।

উদ্ধারের পর মিঠুন জানায়, রাতে সে অতিমাত্রায় নেশা করে বেসামাল অবস্থাতেই চুরি করতে যায়। তাই ঠিকঠাকভাবে পালাতে পারেনি।

মিঠুন জানায়, দেয়াল থেকে পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর শক্তি ছিল না। এক পর্যায়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে যেমন তৈরি হয় চাঞ্চল্য, তৈরি হয় হাস্যরসও।

পরে পুলিশ মিঠুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুস্থ হয়ে ফিরলে তার বিরুদ্ধে নেবে আইনানুগ ব্যবস্থা।

Exit mobile version