Site icon Jamuna Television

হায় গাছ!

কোনো ঝড় বা প্রবল বর্ষণে নয়; বরং গোড়ায় পর্যাপ্ত মাটি না থাকায় পড়ে গেছে গাছটি। ঢাকার দক্ষিণ সিটির বাংলামোটর মোড় সংলগ্ন এলাকায় ছবিটি তোলা। সিটি করপোরেশনের অধীনে অধিকাংশ রাস্তার ডিভাইডারের মাঝে লাগানো গাছের গোড়ায় পর্যাপ্ত বেশি মাটি নেই। যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।
ছবি তুলেছেন – তানভীর মোর্শেদ।

Exit mobile version