Site icon Jamuna Television

আত্মসাতের টাকা উদ্ধার করতে দেশে ফিরতে চান পি কে হালদার

প্রশান্ত কুমার (পি কে) হালদার। ফাইল ছবি।

পিপলস লিজিং কোম্পানি থেকে ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদার দেশে ফিরতে চান।

সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে পি কে হালদারের পক্ষে এ আবেদন করেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আবেদনে বিনিয়োগকারীদের অর্থ পরিশোধের বিষয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এসময় আবেদনের শুনানিতে আদালত পি কে হালদারের আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, কবে, কোন বিমানে দেশে আসতে চান তা আদালতকে অবগত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের আইনজীবীসহ উভয় পক্ষের কথা শুনে আদালত আইন অনুযায়ী আদেশ দেবেন বলে জানান। দেশে এসে আইনের হেফাজতে পি কে হালদারকে থাকতে হবে বলেও জানানো হয়।

গত ১৯ জানুয়ারি প্রায় ৩৬ শত কোটি টাকা পাচার করার ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক পিকে হালদারসহ ১৩ পরিচালকের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দেন হাইকোর্ট।

Exit mobile version