Site icon Jamuna Television

পাবনায় ৮৯ লাখ টাকার অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ

পাবনায় একটি কারখানায় অভিযান চালিয়ে ৮৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং সিরাপ তৈরির রাসায়নিক সামগ্রী জব্দ করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার জেলা এনএসআই পাবনার তথ্য ও নেতৃত্বে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাবনা সদর উপজেলার জালালপুরে ‘এম এস ফুড অ্যান্ড বেভারেজ’ নামক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অননুমোদিতভাবে এসব যৌন উত্তেজক সিরাপ উৎপাদন, বিপণন ও বিক্রয় করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ১০ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version