Site icon Jamuna Television

করোনা আক্রান্ত হয়ে আইসিইউতে স্ট্রাইকার নওশেরুজ্জামান

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের স্ট্রাইকার নওশেরুজ্জামান। জাতীয় দল ও মোহামেডানের সাবেক এই স্ট্রাইকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

এর আগে বাড়িতেই করোনার চিকিৎসা নিচ্ছিলেন তিনি। নওশেরুজ্জামানের স্ত্রী জাফরিন জামানও আক্রান্ত একই ভাইরাসে।

৭২ বছর বয়সী নওশেরুজ্জামান স্বাধীন বাংলা দল ছাড়াও দীর্ঘদিন খেলেছেন মোহামেডান স্পোর্টিংয়ে। ৭০-এর দশকে অন্যতম তারকা ফুটবলার ছিলেন তিনি। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ছিল তার দাপট। মোহামেডানের মতো দলে নিয়মিত খেলে গেছেন সাবেক এই ওপেনার। ছিলেন মোহামেডানের উদ্বোধনী ব্যাটসম্যান।

Exit mobile version