Site icon Jamuna Television

এবার এমবাপ্পের শরীরে করোনার হানা

এবার করোনা আক্রান্ত হলেন ফ্রান্স ও পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। শরীরে কোভিড ১৯ এর সংক্রমণ ধরা পড়ায় আজ রাতে নেশন্স লিগের ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারবেন না ২১ বছর বয়সি এই তারকা।

উয়েফা নেশন্স লিগের গত ম্যাচেই এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনেকে হারিয়েছে ফ্রান্স। উয়েফার নিয়ম মেনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার করোনা টেস্ট করা হয় ফ্রান্স দলের সব ফুটবলার ও কোচিং স্টাফদের। রিপোর্টে করোনার সংক্রমণ মেলে এই স্ট্রাইকারের শরীরে। এরপর দ্রুতই আইসোলেশনে রাখা হয় এমবাপ্পেকে।

প্রাক মৌসুম প্রস্তুতিতে পিএসজির সপ্তম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হলেন এমবাপ্পে। এর আগে নেইমার, ডি মারিয়া, ইকার্দি সহ ফ্রান্সের ক্লাবটির আরও ছয় ফুটবলার করোনা আক্রান্ত হন।

Exit mobile version