Site icon Jamuna Television

ইউএনও ওয়াহিদা খানমকে কাল কেবিনে স্থানান্তর করা হবে: চিকিৎসক

আহত ইউএনও ওয়াহিদা খানম।

দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে আগামীকাল এইচডিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন নিউরোসাইন্স হাসপাতালের পরিচালক ডা.দ্বীন মোহাম্মদ ।

তিনি আরও জানান, ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এর আগে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে সোমবার সকালে মেডিকেল বোর্ডের সভায় তাকে আইসিইউ থেকে এইচডিইউ’তে স্থানান্তর করা হয়। তবে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ডান পাশটা এখনও অবশ আছে বলে জানান তিনি।

গত ৩ সেপ্টেম্বর ভোরে সরকারি বাসভবনে হামলা করা হলে ইউএনও ওয়াহিদা ও তার বাবা শেখ ওমর আলী গুরুতর আহত হন।

Exit mobile version