Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ

পাওনা টাকা পরিশোধের জন্য বিক্ষোভ সমাবেশ করেছে খুলনার বন্ধকৃত ব্যক্তিমালীকানাধীন মহসেন জুট মিলের শ্রমিকরা। সকালে মিলগেট থেকে মিছিল সহকারে শিরোমনি শহিদ চত্ত্বরে এই সমাবেশ করে তারা।

এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা জানায়, ২০১৪ সালের ১৭ জুলাই একটি নোটিশের মাধ্যমে সমস্ত কর্মী ছাঁটাই করে দেয় মিল মালিক। এরও এক বছর আগে ২০১৩ সালের ২৩ জুন লে-অফ ঘোষণা করে মিল মালিক সৈয়দ মহসেন আলী। পরবর্তীতে তিনি প্রয়াত হলে তার ছেলে খুরশিদ আলম শ্রমিকদের বার বার প্রতিশ্রুতি দিলেও অদ্যবধি টাকা পরিশোধ করেনি। কিছু শ্রমিকের টাকা পরিশোধ করলেও বর্তমানে মিলের ৩৪৭ জন শ্রমিকের প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে।

বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানায়, টাকার অভাবে ইতোমধ্যে এই মিলের ৬৫ জন শ্রমিক অর্ধাহারে, অনাহারে ও বিনা চিকিৎসায় মারা গেছে। এসময় শ্রমিকরা হুঁশিয়ারি দেয় দ্রুত পাওনাদি পরিশোধ না করলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।

Exit mobile version