Site icon Jamuna Television

পরকীয়ার অভিযোগ স্ত্রীর, সালিশ বৈঠকে গোপনাঙ্গ কেটে ফেললো স্বামী

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনে স্ত্রী। এরপর ডাকা হয় সালিশ বৈঠক। এক পর্যায়ে ওই বৈঠকেই সবার সামনে নিজের গোপনাঙ্গ কেটে ফেলে স্বামী। এ ঘটনা ভারতের মানিকচকের নুরপুরের। খবর হিন্দুস্তানটাইমস।

জানা যায়, নুরপুর গ্রামের খুরশেদের সঙ্গে বছর খানেক আগে বিয়ে হয়েছিল আসমেরির। বিয়ের পর থেকেই স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। এই নিয়ে গত সোমবার বসে সালিশ বৈঠক।

ওই বৈঠকে স্বামীকে অকথ্য গালিগালাজ করছিলেন স্ত্রী। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ বারবার অস্বীকার করেন স্বামী খুরশেদ। তবে তা বিশ্বাস করতে রাজি ছিলেন না তার স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে বৈঠকেই নিজের যৌনাঙ্গ কেটে ফেলেন খুরশেদ।

গুরুতর আহত খুরশেদ বর্তমানে হাসপাতালে রয়েছে।

Exit mobile version