Site icon Jamuna Television

রাণীর দেয়া উপহারের টাকা ফেরত দিলেন হ্যারি-মেগান

ছবি: ইন্টারনেট

বিয়ের পরে হ্যারি ও মেগান দম্পতিকে উইন্ডসর প্রাসাদের কাছের ফ্রগমোর কটেজটি উপহার দেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। এর প্রয়োজনীয় সংস্কারে ব্যয় হয়েছিল ২৪ লাখ পাউন্ড। তবে সেই টাকা ফেরত দিয়ে দিলেন এই দম্পতি।

সোমবার এ তথ্য জানিয়েছেন তাদের এক মুখপাত্র। তবে বাড়িটি এখনো হ্যারি ও মেগানের নামেই থাকছে বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাজ্যে গেলে তারা সেখানে অবস্থান করতে পারবেন।

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের এই উপহার দেন রাণী। এই টাকা নাকি দেয়া হয়েছিল রাজ পরিবারের জন্য ব্রিটিশ জনগণের দেয়া করের তহবিল থেকে। তাইতো এ টাকা অবশেষে ফেরত দিয়ে দিলেন তারা।

তাদের মুখপাত্র বলেছেন, রাণীর সম্পত্তি ফ্রগমোর কটেজ সংস্কারে যেই টাকা খরচ হয়েছিল তার পুরোটাই দিয়েছেন প্রিন্স হ্যারি। তবে কটেজটি ডিউক ও তার পরিবারের যুক্তরাজ্যের বাসভবন হিসেবে এখনো থাকছে।

এদিকে গত সপ্তাহে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই দম্পতি। তারা বিনোদন সাইটটির জন্য সিনেমা, ডকুমেন্টারি, সিরিয়াল প্রযোজনা করবেন বলে জানা যায়। যদিও নেটফ্লিক্সের সঙ্গে তাদের কত টাকার চুক্তি হয়েছে তা জানা যায়নি।

সূত্র: ডয়লে ভেচে।

Exit mobile version