Site icon Jamuna Television

তুরস্ককে রুখতে রাফায়েল কিনবে গ্রিস!

পূর্ব ভূমধ্যসাগরে অপরিশোধিত তেল নিয়ে দ্বন্ধে গ্রিস ও তুরস্ক। এরমধ্যেই দুই দেশের মাঝে চলছে পাল্টাপাল্টি সামরিক মহড়া। পূর্ব ভূমধ্যসাগরে গ্রিস ও তুরস্ক দুই দেশই যুদ্ধজাহাজ ও বিমানবাহিনীও প্রস্তুত রেখেছে। এখন এটি শুধু মহড়ায় সীমাবন্ধ থাকবে না দ্রুতই যুদ্ধে রুপ নিবে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা।

এরমধ্যেই তুরস্ককে রুখতে ফ্রান্সের সাথে চুক্তি করতে যাচ্ছে এথেন্স। বিমানবাহিনীর জন্য কিনতে যাচ্ছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক জঙ্গীবিমান ডেসল্ট রাফায়েল।

গ্রিস সরকারের মুখপাত্র জানিয়েছেন, ‘তুরস্ক প্রতিদিন উস্কানিমূলক কথা বলছে। এই অবস্থায় আগামী শনিবার প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি নিয়ে ভাষণ দেবেন। সেখানেই সেনাবাহিনীর হাতে আধুনিক অস্ত্র তুলে দেয়ার কথাও থাকবে।’

গ্রিসের মিডিয়ার খবর, ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ কেনা হতে পারে।

গত শনিবারই তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান গ্রিসকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ‘এথেন্সকে হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝতে হবে। নাহলে মাঠে খুব কষ্টকর অভিজ্ঞতার সম্মুখিন হতে হবে।’

সোমবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিস সবসময়ই আলোচনায় রাজি। তবে তা আন্তর্জাতিক আইন মেনে হতে হবে এবং বকেয়া সমস্যার সমাধানের জন্য হতে হবে।

Exit mobile version