Site icon Jamuna Television

পাবনায় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ, ১০ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি:

পাবনা শহরের উপকন্ঠে জালালপুরে এসএস ফুড অ্যান্ড ল্যাবরেটরিজ নামের একটি অবৈধ প্রতিষ্ঠানের কারখানায় জেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপসহ অবৈধ মালামাল জব্দ করেছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান অভিযান শেষে কারখানা মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেন এবং সিলগালা করে কারখানাটি বন্ধ করে দেন।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া খবরের ভিত্তিতে পাবনা জেলা প্রশাসন সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন যাবত অবৈধ কারখানায় যৌন উত্তেজক ও অস্বাস্থ্যকর ওষুধ তৈরি ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি।

কারখানা এলাকার বাসিন্দারা জানায়, অবৈধ এই ওষুধ কোম্পানির মালিক একটি প্রতিষ্ঠানের কর্মচারি। তিনি অবৈধভাবে এই যৌন উত্তেজন ওষুধ বা সিরাপ তৈরি ও বাজারজাত করে মাত্র অল্পদিনে কোটিপতি বনে গেছেন।

অভিযান পরিচালনাকালে ওষুধ প্রশাসন অধিদফতরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক সুকর্ণ আহমেদ, কনজুমার্স এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল উপস্থিত ছিলেন।

Exit mobile version