Site icon Jamuna Television

রিয়াল ছেড়ে এভারটনে হামেস রদ্রিগেজ

ছয় বছরেও রিয়াল মাদ্রিদে থিতু হতে না পারা হামেস রদ্রিগেজ অবশেষে খুঁজে পেলেন নতুন ঠিকানা।
সোমবার রিয়াল ছেড়ে দুই বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটনে যোগ দিয়েছেন ২৯ বছর বয়সী এই কলম্বিয়ান প্লেমেকার।

নতুন ঠিকানায় পুরনো গুরুর সঙ্গে পুনর্মিলন হচ্ছে ২০১৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার। এভারটনে তিনি কোচ হিসেবে পাচ্ছেন কার্লো আনচেলোত্তিকে। যার কোচিংয়ে রদ্রিগেজ ২০১৪-১৫ মৌসুমে খেলেছেন রিয়ালে, ২০১৭-১৮ মৌসুমে বায়ার্ন মিউনিখে।

আগের দু’বার তাকে দলে টানার পরই চাকরি হারিয়েছিলেন আনচেলোত্তি। তবু রদ্রিগেজের প্রতি এতটুকু মুগ্ধতা কমেনি তার। আনচেলোত্তির কারণেই রিয়ালের অর্ধেক বেতনে এভারটনে যোগ দিলেন রদ্রিগেজ। তাকে পেতে ২২ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে এভারটনকে।

জিনেদিন জিদানের অধীনে রিয়ালের শুরুর একাদশে নিয়মিত হতে পারেননি রদ্রিগেজ। মাঝে দুই মৌসুম বায়ার্নে ধারে খেলে গত বছর আবার রিয়ালে ফেরার পরও বদলায়নি তার ভাগ্য। জিদানের হাত থেকে মুক্তি পেতে তাই মুখিয়ে ছিলেন রদ্রিগেজ।

ইউএইচ/

Exit mobile version