Site icon Jamuna Television

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়াল স্থগিত

নিরাপত্তা ইস্যুতে টিকার ট্রায়াল সাময়িক স্থগিত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান অ্যাস্ট্রোজেনেকো। একজন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়ায় নেয়া হয়েছে এ সিদ্ধান্ত।

টিকা প্রয়োগের পর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি হওয়ায় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। অসুস্থতার ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিরতিকে রুটিন কাজের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে অ্যাস্ট্রাজেনেকো।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির অসুস্থতা সম্পর্কে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত বিশ্বজুড়ে ভ্যাকসিনটির ট্রায়াল বন্ধ থাকবে। তবে আশা করা হচ্ছে, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

করোনার সম্ভাব্য প্রতিষেধক হিসেবে অন্যতম সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিলসহ বিভিন্ন দেশের ৩০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো হচ্ছে পরীক্ষা।

ইউএইচ/

Exit mobile version