Site icon Jamuna Television

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে এক জনের মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননার দায়ে খ্রিস্টান ধর্মাবলম্বী এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি আদালত।

এতে বলা হয়, আসিফ পারভেজ নামের এক ব্যক্তি তার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ইসলাম ধর্মকে কটূক্তি করে ম্যাসেজ পাঠান। তার জেরেই এ সাজা ঘোষণা করা হয়।

যদিও অভিযুক্তের আইনজীবী জানান, আসিফ পারভেজকে ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিয়েছিলো সেই কর্মকর্তা। পরে চাকরি ছাড়লে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও এসব তথ্য আমলে না নিয়ে মৃত্যুদণ্ড দেন বিচারক। ২০১৩ সাল থেকে কারা ভোগ করছেন এই আসামি।

ইউএইচ/

Exit mobile version