Site icon Jamuna Television

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের হোগল ডগী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা দিন মোহাম্মদের ছেলে ওমর ফারুক (২৪) ও বাসু মিয়ার ছেলে কামাল হোসেন।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, স্থানীয় দুলু হাজী বাড়ীর মিজানের নির্মিতব্য বিল্ডিংয়ের সেপটিক ট্যাংক পরিষ্কারে যান ৩ জন নির্মাণ শ্রমিক। এসময় সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন শ্রমিক ফারুক। কিছু সময় পর ট্যাংকের ভেতর থেকে ফারুক বের না হলে অপর শ্রমিক কামাল নিচে নামেন। এ দুই শ্রমিকের কোন সাড়া শব্দ না পেয়ে অন্য এক শ্রমিক সোহাগ এসে তাদের উদ্ধার করতে গিয়ে আহত হন বলে জানা যায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Exit mobile version