Site icon Jamuna Television

বঙ্গবন্ধুকে নিয়ে কটূ‌ক্তির অ‌ভিযোগে ঢা‌বি শিক্ষক চাক‌রিচ্যুত

বঙ্গবন্ধু‌কে নি‌য়ে কটূ‌ক্তির অ‌ভি‌যো‌গে ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের মা‌র্কে‌টিং বিভা‌গের অধ্যাপককে মো‌র্শেদ হাসানকে চাক‌রিচ্যুত করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে, অধ্যাপক মোর্শেদ হাসানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সংবিধান অবমাননার অভিযোগ এনে তাকে চাকরিচ্যুত করার কথা জানানো হয়।

এর আগে, চাকরিচ্যুত করার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত ট্রাইব্যুনাল। পরবর্তীতে এটি সিন্ডিকেট অনুমোদন করে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ মার্চ জাতীয় দৈনিকে ‘জ্যোতির্ময় জিয়া’ শিরোনামে একটি কলাম লেখেন অধ্যাপক মোর্শেদ হাসান খান। এর বিভিন্ন অংশের প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আন্দোলন করে ছাত্রলীগ।

Exit mobile version