Site icon Jamuna Television

লিবিয়া থেকে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি

লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে করে ফিরেছেন ১৫৩ বাংলাদেশি। লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির লাশও দেশে আনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে এদের মধ্যে যাদের শরীরে তাপমাত্রা বেশি ছিলো তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বুধবার রাতে তাদের আশকোনা হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের মধ্যে কারও কাজের মেয়াদ শেষ হয়েছে; কেউ আবার প্রতারিত হয়ে ফিরে এসেছেন।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় থাকা আরও কয়েকশ’ বাংলাদেশি স্বেচ্ছায় ফিরে আসতে চান। দ্রুত তাদের ফেরানোর প্রস্তুতি চলছে।

ইউএইচ/

Exit mobile version