Site icon Jamuna Television

চলতি মাসেই ইরাক থেকে ২২শ’ সেনা ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

ইরাক থেকে ২২শ’ সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে চলতি মাসেই ইরাকের বিভিন্ন সেনা ঘাঁটিতে মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা নেমে আসবে প্রায় অর্ধেকে।

বুধবার পেন্টাগন জানায়, আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে বর্তমানে ইরাকে কাজ করছেন পাঁচ হাজার ২শ’ মার্কিন সেনা। দু’তিন সপ্তাহের মধ্যে এ সংখ্যা নামিয়ে আনা হবে তিন হাজারে।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ অভিযানে ইরাক-সিরিয়ায় আইএসের পরাজয় এবং স্বঘোষিত খেলাফতের পতনের পর, এখন ইরাকি সেনাবাহিনীই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম। ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই এলো এ সিদ্ধান্ত।

যদিও বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে জনসমর্থন বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রীয় কৌশল এটি।

ইউএইচ/

Exit mobile version